কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :বার্সেলোনা হয়ে- ২ বার
আর্জেন্টিনা হয়ে – ১ বার
আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মেসি বিশ্বকাপ জিতার পর তার বর্তমান ক্লাব সন্মান প্রদর্শন করে নাই। এটা স্বাভাবিক… ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতছে। ফ্রান্সের সাপোর্টাররা অসম্মান প্রদর্শন করেছে। সত্যি বলতে ফ্রান্সের সাপোর্টাররা বিশ্বের অন্যতম বাজে সাপোর্টার।
কিন্তু আর্জেন্টিনা তাদের চ্যাম্পিয়নদের অনেক সুন্দর ভাবে বরণ করে নিয়েছে। সাথে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল অসাধারণ ভাবে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছে। পেলে ও ম্যারাডোনা পর মেসিকে ফুটবলের শাসক ঘোষণা করেছে।
আগে বলে রাখি আমরা ফুটবল বলতে লাতিন আমেরিকাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ফুটবলের মহাতারকা বেশির ভাগ লাতিন আমেরিকা থেকে এসেছে।
ফ্যান ও ট্যালেন্ট দিক থেকে লাতিন আমেরিকার খেলোয়াড়েরা এগিয়ে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফি জয়কারী টিম ৩টি লাতিন আমেরিকা থেকে। ইতিহাসের সেরা ২ টিম ও লাতিন আমেরিকা থেকে।
Leave a Reply