
প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাধিক সোসাইটি মাপসাস এর হোসেনপুর উপজেলা মানবাধিকারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম,কম,
আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমী মোঃ শামছু জামান, মোঃ আমান উল্লাহ , মোঃ বাদল মিয়াসহ আমার স্থানীয় নেতৃবৃন্দ।
গরবী ও অসহায় নির্যাতীত ও নিপিরিত জনগনের কল্যানে মানুষের অধিকার নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন মানবাধিকার ও পরিবেশ সাংবাধিক সোসাইটি মাপসাস।
© All rights reserved © 2022
Leave a Reply