
প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের মেছেড়া গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে মোঃ জামান মিয়া, ০১ মাস পূর্বে গাছ থেকে পরে গিয়ে কোমড়ের হাড় ও হাত পা গুরুত্বর ভাবে ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজনের কাছে জানতে পারা যায় যে এই পরিবারটি অতি দরিদ্র হওয়ায় এখনো কোন প্রকার চিকিৎসা করতে পারছে না।

পরিবারের একমাত্র উপার্যনকারী এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। বর্তমানে জামান মিয়ার পরিবারটি খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছে।
কোন হৃদয়বান ব্যাক্তি যদি এই পরিবারের উপর কোন প্রকার মায়া হয় তাহলে এই পরিবারটির পাশে এসে দাঁড়ান
এই নাম্বারঃ 01404832924 যোগাযোগ করুন।
© All rights reserved © 2022
Leave a Reply