
প্রতিনিধি জোবায়ের বয়ান :জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের ময়মনসিংহ জেলা সফর সমাপ্তি শেষে অদ্য তাঁকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সালামী প্রদান করা হয়। সালামী গ্রহনপূর্বক মাননীয় আইজিপি মহোদয় ও তাঁর সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মহোদয় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রওনাকালে জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; জনাব মধুছন্দা ভট্টাচার্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ; জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; জনাব আবিদা সুলতানা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পিপিএম, সিও, র্যাব-১৪, ময়মনসিংহ; জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ; ডা. রেবেকা শারমিন সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহসহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাননীয় আইজিপি মহোদয় ও বাংলাদেশ পুনাক সভানেত্রী মহোদয়কে বিদায় জানান।
© All rights reserved © 2022
Leave a Reply