1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদি আরবের সাথে মিল রেখে লিবিয়াতে আজ থেকে রোজা - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সৌদি আরবের সাথে মিল রেখে লিবিয়াতে আজ থেকে রোজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫২ Time View

প্রতিনিধি এনামুল হক :লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিবিয়ার রাজধানী নাম হচ্ছে ত্রিপোলি শহর। আর এই শহর লিভিয়ার সবচেয়ে বৃহত্তম শহর। আর এই লিবিয়া রাষ্ট্রটি আফ্রিকার সবচেয়ে বৃহত্তম একটি রাষ্ট্র। এদেশের বেশিরভাগ অংশ হচ্ছে সাহারার মরুভূমি ও এদেশের জনসংখ্যা খুবই কম। আর এই লিবিয়ার আদিবাসীরা হচ্ছে বার্বার জাতির লোক। অতঃপর লিবিয়া তে আরবদের আগমন ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
সেই থেকে আরব মুসলিমদের আগমন ঘটে লিবিয়াতে।
আর সেই থেকে সৌদি আরব সহ অন্য মুসলিম দেশ গুলোর সাথে মিল রেখে এই দেশেও পবিত্র মাহে রমজানে রোজা রাখা হই এবং রোজা উপলক্ষ্যে নানা আয়োজন করে সবাই আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সিয়াম পালন করেন।
ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতিবছর এই রমজান মাসে লিবিয়াতেও সিয়াম পালন করা হই
শুধু লিবিয়াতে নই বিশ্বের পুরো মুসলমান জাতি মহান আল্লাহর সান্নিধ্য পেতে,আল্লাহর রহমত পেতে এ রমজান মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
লিবিয়াতে এ বছর রমজান শুরু হচ্ছে ২০২৩ এ মার্চ মাসের ২৩ তারিখ হতে।
এ পবিত্র রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছিল। আর এই পবিত্র মাহে রমজান ইসলামের মূল অনুশীলন বলা চলে। তাছাড়াও যাকাত ইসলামের অন্যতম একটি মূল অনুশীলন। এ মাসে বছরের অনন্য মাস গুলোর থেকে বিশেষ বিশেষ আল্লাহর ইবাদত করার সুযোগ রয়েছে। লিবিয়াতে অনেক মুসলমান ভাই-বোন রয়েছে। তারা সিয়াম পালন করবে রোজা রাখবে আল্লাহর ইবাদত করবে।
মুসলিম দেশগুলোর পাশাপাশি এদেশেও রমজান পালিত হবে। অর্থাৎ এদেশের মানুষ মনে প্রানে আল্লাহ তায়ালা কে খুশি করার জন্য রমজানে রোজা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি