কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাধিক সোসাইটি মাপসাস এর জেলা শাখা অধীনে সকল উপজেলা কমিটি গঠনের লক্ষে নি : র্স্বাথ সেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মী আহব্বান করা যাচ্ছে।
মানবাধিকার পরিবেশ সাংবাধিক সোসাইটি কার্যকম সমূহ।
দেশের সর্বস্তরে জনগোষ্ঠির পক্ষে অন্যায় অবিচার নির্যাতন, নিপীড়ন, জুলুম, দূরণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্টার লক্ষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং সংগবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা মানবাধিকার ও পরিবেশ সাংবাধিক সোসাইটি মাপসাস কাজ।
আইনের সহায়তা, নারী নির্যাতন ও শিশুশ্রম প্রতিরোধ, শ্রমিকের ন্যায্য পাওনা প্রাপ্তির লক্ষে কাজ করা এই সংগঠনের নিবেদিত সকল সদ্যসদের প্রধান উদ্ধেশ্য ।
প্রশাসনের সহায়তা মানবাধিকার লংঘন রোধ শালিশির মাধ্যমে সমাজে গরিব মানুষের সমস্যার সমাধান মানবাধিকার লংঘন অনিয়ম দূরণীতি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা এই সংগেনের র্কাযক্রমের অংশ।
এস.কে শাহীন নবান
সাধারণ সম্প্রাদক
কিশোরগঞ্জ জেলা শাখা
© All rights reserved © 2022
Leave a Reply