1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাঁদলেন কাঁদালেন! তামিমের অবসরের ঘোষণা - dailyjanatarshakti
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

কাঁদলেন কাঁদালেন! তামিমের অবসরের ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৯ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের ঘোষণা!চট্টগ্রাম অর্থ্যাৎ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে আরও এক নক্ষত্রের পতন! বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের রাজপুত্রখ্যাত তামিম ইকবাল। তামিমের অবসরের ঘোষণা! যা আলোচিত চট্টগ্রামসহ আন্তর্জাতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়া সহ ক্রিকেটপ্রেমী সকলের মুখে মুখে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের হোটেল টাওয়ার ইন এ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এই ঘোষণা দেন তিনি।

আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম ওয়ানডেই ছিল তামিম ইকবালের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এই কথা বলে আলোচিত সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটার।

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। আজকের সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি।

টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে তাঁর সংগ্রহ ৫১৩৪ রান। ৩১ ফিফটির সঙ্গে করেছেন ১০ সেঞ্চুরি। সবার আগে ছেড়ে দেওয়া টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান। দেশের একমাত্র সেঞ্চুরির সঙ্গে আছে ৭টি ফিফটিও।

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল অবসর-পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি