
প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ২নং সিদলা ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়া, তিনি আরও ঢাকা বয়েজ কলেজ উত্তরার অভিভাবক সদস্য নির্বাচিত হয়। তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আর্দশ বুকে নিয়ে গরিবও অসহায় মানুষকে সাহায্য সহোযোগীতা করে আসিতেছে। এই শীতকালীন সময়ে ২নং সিদলা ইউনিয়নের ভিতরে আওয়ামীলগের সাথে জড়িত থাকা কিছু কু-চক্র মহল নেতা গরিব ও অসহায়ের প্রাপ্য ভাতার কার্ডসহ শীতকালীন কম্বল ও ইত্যাদি সামগ্রী থেকে গরিব ও অসহায় মানুষকে বঞ্চিত করছে। আমার দাবী বঙ্গবন্ধুর আর্দশের দেশে যেন গরিব ও অসহায় মানুষকে কোন সুবিধা থেকে বঞ্চিত না করে যাতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, যাতে মানুষের প্রাপ্য সুযোগ সুবিধা প্রায় এবং আওয়ামীলগের কিছু কু-চক্র নেতাকর্মী দুর্নীতি করিলে আইনগত্য ব্যবস্থা গ্রহণ করা।
আমি বঙ্গবন্ধু আদর্শ নিয়ে ২নং সিদলা বাসির পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়া।
জয় বাংলা. জয় বঙ্গবন্ধু।
© All rights reserved © 2022
Leave a Reply