প্রতিনিধি আজাহারুল হক
আইনজীবী হতে হলে এলএলবি পাস করার পর নিম্নলিখিত পর্যায় প্রথমেই সম্পন্ন করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দেওয়ার নিয়মঃ
১|| সকল ডকুমেন্ট সংগ্রহ করুন, যথাঃ NID, SSC.HSC.LL.B.BSS.MSS সহ অন্যান্য সার্টিফিকেট ও মার্কশীট
২|| কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে আবেদন Complete করুন।(৪ টি হলুদ কার্টিজে) এবং ৩০০/- stamp এ এফিডেভিট করবেন।
৩|| আপনার সিনিয়র আইনজীবীর এনরোলমেন্ট ডেট এবং কোন বারের আইনজীবী ও ইংলিশ নামের স্পেলিং জেনে নিবেন। এরপর হলুদ কার্টিজে আবেদন প্রিন্ট করার ৩ নং পাতাতে ২ জন আইনজীবীর স্বাক্ষর সীল সহ গ্রহণ করুন, আপনার সিনিয়র এডভোকেট সাহেবের স্বাক্ষর ও আপনার নিজের স্বাক্ষর সম্পন্ন করুন। আপনার সকল সার্টিফিকেট এবং মার্কশীট, NID সিনিয়র আইনজীবীর মাধ্যমে সত্যায়িত করিয়ে নিবেন। আপাদত এটার কাজ শেষ।
৪|| ৩০০/- stamp এ প্রিন্ট দেওয়া এফিডেভিট নোটারী পাবলিক/ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট এর কাজ সম্পন্ন করুন। এফিডেভিটে আপনার সিনিয়র আইনজীবীর স্বাক্ষর নিবেন।
৫|| এখন, আপনার ফাইল সাজান, প্রথমে অনলাইনের আবেদন, দ্বিতীয় NID সহ সকল সার্টিফিকেট ও মার্কসীট তৃতীয়ত এফিডেভিট দিয়ে নির্ভুল ভাবে ফাইল সাজান।
৬|| সাজানো ফাইলের সকল কাগজপত্র ফটোকপি করে, বাংলাদেশ বার কাউন্সিল এর নতুন ভবনে জমা দিয়ে ফটোকপি ফাইলটি রিসিভ করিয়ে নিয়ে আসবেন। আপাদত আপনার কাজ শেষ। পরবর্তীতে আপনার দেওয়া মোবাইলে SMS আসলে টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড সময়মত সংগ্রহ করবেন এবং ৬ মাস অতিক্রম হওয়ার পর বাংলাদেশ বার কাউন্সিল এর MCQ পরীক্ষার তারিখ হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
তথ্য প্রদানেঃ আসাউজ্জামান জুয়েল সম্পাদক ও প্রকাশক ও শিক্ষানবীশ আইনজীবী কিশোরগঞ্জ।
© All rights reserved © 2022
Leave a Reply