1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাটজাত পণ্যের উন্নয়নে হচ্ছে প্রমোশন বোর্ড - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পাটজাত পণ্যের উন্নয়নে হচ্ছে প্রমোশন বোর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬ Time View

বিশেষ প্রতিনিধি সাদেক মিয়া

পাটজাত পণ্য উদ্ভাবন, উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সহায়তা দিতে প্রতিষ্ঠা করা হচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন বোর্ড (জেডিপিবি)। এই বোর্ড পাটজাত পণ্যের উন্নয়নে নীতিনির্ধারণ ও তা বাস্তবায়ন করবে। সোনালি আঁশখ্যাত পাটের বিপণন ও বহুমুখীকরণেও প্রতিষ্ঠানটি কৌশল নির্ধারণে কাজ করবে। এ ব্যাপারে তৈরি হয়েছে আইনের খসড়া। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভায় তোলা হবে।

জেডিপিবি প্রতিষ্ঠা হলে বিলুপ্ত হবে বর্তমান জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। গত শতকের আশির দশক থেকে বিশ্ববাজারে পাটপণ্যের চাহিদা ও মূল্যহ্রাস পাওয়ায় এবং স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর আবির্ভাবের ফলে দেশের পাটশিল্প ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রচলিত পাটপণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রয়োজন হয়। এ কাজে সরকারকে সহায়তা দিতে ২০০২ সালে ইউরোপীয় কমিশনের অর্থায়নে জেডিপিসি প্রতিষ্ঠা হয়। পরে এ-সংক্রান্ত প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হয়। প্রকল্পের তৃতীয় পর্যায়ের মেয়াদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়। এর পরও জেডিপিসির কার্যক্রম চলমান রাখার জন্য একটি সরকারি আদেশ জারি করা হয়। ইউরোপীয় কমিশনের দেওয়া ২০ কোটি টাকার একটি স্থায়ী আমানত থেকে জেডিপিসির ব্যয় নির্বাহ হয়। এই রিভলভিং ফান্ডের টাকা স্থায়ী আমানত হিসাবে ব্যাংকে রাখা আছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই হিসাব তহবিল পরিচালনা করে। জেডিপিসির কার্যক্রম ঠিকভাবে বাস্তবায়নে নির্দেশনা দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি ‘গভর্নিং বডি’ হিসেবে দায়িত্ব পালন করছে। স্টিয়ারিং কমিটির পঞ্চম সভায় জেডিপিসিকে স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্টিয়ারিং কমিটির অষ্টম সভায় জেডিপিসির কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য ফাউন্ডেশন বা বিধিবদ্ধ সংস্থার আদলে আইন প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেডিপিসিকে একটি স্থায়ী কাঠামোয় রূপান্তরের জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, জেডিপিসিকে কী ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে সুপারিশ করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রস্তাবিত আইনের একটি খসড়াসহ প্রতিবেদন দাখিল করে। পরে কমিটি থেকে প্রণীত খসড়া আইনের ওপর পাট ও বহুমুখী পাটজাত পণ্যের কাজের সঙ্গে জড়িত সাবেক পাঁচ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, সংস্থা, বোর্ডের প্রধান, বিজেআরআই এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পর্যায় পর্যন্ত সব কর্মকর্তার মতামত নেওয়া হয়। এ ছাড়াও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনের মতামত নেওয়া হয়। খসড়া আইনটি চূড়ান্তকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কমিটি’ও সুপারিশ করেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট) তসলিমা কানিজ নাহিদার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। আইনের খসড়ায় বলা হয়েছে, এই বোর্ডে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একটি পরিচালনা পর্ষদ থাকবে। বস্ত্র ও পাটমন্ত্রী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি