প্রতিনিধি এনামুল হক
দেশে প্রথমবারের মত চাষ হচ্ছে সবচেয়ে দামি মরিচ চারাপিতা। দক্ষিণ আমেরিকায় চাষ হওয়া এই মরিচ চাষে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার কৃষক জামিল। তিনি এর আগে কালো জাতের টমেটো চাষ করে বেশ আলোচনায় এসেছিলেন।
জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের মরিচের ৫০ বীজ এনে রোপণ করেন। পরবর্তীতে ৫০ টি বীজ থেকে মাত্র ৩টি চারা গজায়। বর্তমানে গাছ গুলোতে মরিচ ধরতে শুরু করেছে। বিশ্বের সবথেকে দামি এই মরিচের তেমন একটা ঝাল নেই। কাঁচা অবস্থায় সবুজ হলেও পাকলে হলুদ হয়ে যায়। একবার চারা রোপণ করলে ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।কৃষক আহমেদ জামিল বলেন, চার মাস আগে বীজ রোপণ করি। ৩টি গাছে ফল আসা শুরু করেছে। বিদেশে এই মরিচের অনেক দাম । প্রতিকেজি বিক্রি হয় ২৬ হাজার ডলারে। মরিচ গোলাকার এবং অত্যন্ত সুগন্ধি যুক্ত । এই জাতের মরিচের দামের কারণে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। বিশ্বের ধনী ব্যক্তিরাই মূলত এর প্রধান ক্রেতা।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, প্রথম দফা বীজ বপন করে সফল হননি। দ্বিতীয়বারে বীজ লাগিয়ে তিনি সফল হয়েছেন। এ মরিচের চাষ সম্প্রসারণে ব্যাপক গবেষনার প্রয়োজন। তিনিও বেশ কয়েকবছর ধরে টানা কাজ করে যাচ্ছে। কৃষি অফিসের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply