1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহে ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ ০৯ ডাকাত গ্রেফতার। - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ময়মনসিংহে ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ ০৯ ডাকাত গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫ Time View
কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া
আজ ১৮ অক্টোবর ২০২৩ তারিখ রাত ০২:৩৫ ঘটিকায় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ জনাব মো: কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের পরিচয় নিম্নরূপ-
১. মোঃ মাজহারুল ইসলাম (৪৫), পিতা: মোঃ আশরাফ আলী @ আশু,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৮টি মামলা বিচারাধীন আছে।
২. আফজাল মিয়া (২৯),
পিতা-মফিজুল ইসলাম,
ঠিকানা: গ্রাম- গুজিয়াম, ০১নং ওয়ার্ড, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ,
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা বিচারাধীন আছে।
৩. রিফাত মিয়া সরদার (২৫), পিতা-আকবর সরদার,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৪টি মামলা বিচারাধীন আছে।
৪. নাজমুল হক(২৮),
পিতা-মৃত মকবুল হোসেন
ঠিকান: গ্রাম- সানকি ভাঙ্গা, থানা- ত্রিশাল, জেলা – ময়মনসিংহ
এর বিরুদ্ধে মাদক ও ডাকাতির ২টি মামলা বিচারাধীন আছে।
৫. মোঃ রিয়াদ মিয়া (৪৫),
পিতা-মৃত শাহাব উদ্দিন,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৬টি মামলা বিচারাধীন আছে।
৬. রুবেল মিয়া(২৫),
পিতা-মৃত ইদ্রিস আলী,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা -ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন আছে।
৭. মোঃ শামীম(২৫),
পিতা-মোঃ কিতাব আলী @ কেদু মিয়া, ঠিকানা: গ্রাম- চুরালী, থানা- গৌরীপুর, জেলা -ময়মনসিংহ
এর বিরুদ্ধে ০১টি মামলা বিচারাধীন আছে।
৮. সোলাইমান(২৮),
পিতা-আঃ আউয়াল, স্থায়ী: গ্রাম- মুলাইদ মধ্যপাড়া, থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর,
এবং
৯. মোঃ শামীম(৩৪),
পিতা-অছিল উদ্দিন, স্থায়ী: গ্রাম-দেওলী, থানা- বারহাট্টা, জেলা-নেত্রকোনা।
অভিযানকালে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃতব্য নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করা হয়-
১। ১টি নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পিক-আপ গাড়ী,
২। ১টি লোহার তৈরী রাম-দা,
৩। ১টি স্টিলের চাপাতি,
৪। ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ৫। ১টি কাটার,
৬। প্লাষ্টিকের রশি ০৩ টুকরা,
৭। ৩টি লোহার রড, প্রতিটি ৩ ফুট দীর্ঘ, এবং
৮। ০২টি সাদা কসটেপ
উল্লিখিত ডাকাতগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরজে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে প্রকাশ করে এবং তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে।
তাদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-২৫, তারিখ-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি