কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধিন গড়মাছুয়া গ্রামে এক অলৌকিক ঘটনার সাক্ষি হয়ে রাস্তার পাশে দাড়িয়ে আছে এই শিমুল গাছটি।
কথিত আছে, এই সুবিশাল গাছটির বড় বড় দু’টি শিকড় রাস্তার দিকে এমন ভাবে ধাবমান হচ্ছিল যেন রাস্তা বন্ধ হয়ে যাবার উপক্রম।
যার ফলে,উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তার কথা বিবেচনা করে, লোকজন এই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় পার্শবর্তী উপজেলা পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামের বিখ্যাত আলেম মওলানা আঃ হালিম হোসাইনি (রহ.) উক্ত বিষয়টি জানতে পেরে সবাইকে গাছটি না কাটতে অনুরুধ করেন।
তারপর গাছটির কাছে বসে দুইহাত তুলে আল্লাহর দরবারে উক্ত সমস্যার সমাধান পার্থনা করেন এবং গাছকে উদ্দেশ্য করে বলেন,”দেখ তুমি রাস্তার দিকে আসলে মানুষের যাতায়াতের অনেক সমস্যা হবে, তাই তুমি অন্য দিকে চলে যাও”।এই বলে তিনি চলে যান,,,,,,
কিছুদিন বাদে দেখা যায়, গাছের শিকড়দ্বয় অন্য দিকে বাক নিতে শুরু করেছে। আজ অবধি রাস্তার দিকে কোন শিকড় আসতে কিংবা যাতায়াতের কোন সমস্যা হতে দেখা যায়নি (সুবহান আল্লাহ)।
আরেকটি আশ্চর্যের বিষয় হলঃ আল্লাহর অলী’দের স্পর্শ যেখানে পড়ে সেখানে নাকি কোন মসজিদ বা মাদ্রাসার সৃষ্টি হয়।
এখানেও তার ব্যাতিক্রম নয়। শিমুল গাছের পাশেই একটি মসজিদ নির্মিত হয়েছে।
শিমুলগাছ ও মসজিদটি দেখার আমন্ত্রন রইল,,,
Leave a Reply