প্রতিনিধি খাদিজা আক্তার কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘নির্বাচনে কে যাবে না যাবে এটা আমার দেখার প্রয়োজন নেই। ধানের শীষ আসুক বা না আসুক তাতে কিচ্ছু যায় আসে না। বিএনপি যখন ছিল না তখন? বাংলাদেশ হয় নাই? বাংলাদেশ না হলে তো বিএনপির জন্মই হতো না। বাংলাদেশ হয়েছিল বলেই বিএনপির জন্ম। সেজন্যই বলি তারা নির্বাচনে না এলে কিচ্ছু যায়-আসে না।’ সোমবার রাতে সখীপুরে শাহ সুফি সামান ফকিরের ওফাত দিবস উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী এ সময় বলেন, ‘যদি প্রয়োজন হয় আমার গামছা মার্কা বাংলাদেশের ৩০০ আসনেই লড়বে। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। দেখা যাক কত ধানে কত চাল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরান।’
দলের উপজেলা আহ্বায়ক আবদুস সবুর খানের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, পীরজাদা মো. আয়নাল হক প্রমুখ। বঙ্গবীর আরও বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ৩-৪ হাজার ভোটারের স্বাক্ষর লাগে। কেন লাগে? একজনেরও লাগবে না। এ দেশের যে নাগরিক সে-ই ভোটে দাঁড়াতে পারবে। এটা তার সাংবিধানিক অধিকার। এ নির্বাচনে যে খুশি সে-ই ভোটে দাঁড়াতে পারবে। যাকে খুশি জনগণ ভোট দেবে।
© All rights reserved © 2022
Leave a Reply