1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বাক-প্রতিবন্ধী তরুণীকে সেলাই মেশিন উপহার - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বাক-প্রতিবন্ধী তরুণীকে সেলাই মেশিন উপহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৭ Time View

 

প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল:কিশোরগঞ্জে ঝুমা নামের বাক-প্রতিবন্ধী এক তরুণীকে আত্মকর্মসংস্থানের জন্য ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’ এর সহযোগিতায় সেলাই মেশিন উপহার দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার (৩ মে) বিকালে জেলা মহিলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়। সেলাই মেশিন উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় তরুণীর মুখে।

কিশোরগঞ্জ শহরতলীর গাইটাল নামাপাড়া এলাকার বাক-প্রতিবন্ধী তরুণী ঝুমার পিতা অবসরপ্রাপ্ত কর্মচারী দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় জেলা মহিলা পরিষদের মাধ্যমে পরিবারটির করুণ পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’ তাকে আত্মকর্মশীল ও সাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা করে।

সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠানে মাজহারুন-নূর ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, মাজহারুন-নূর ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ সেলাই মেশিন উপহার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ১০ মার্চ ২০০৮ সালে জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কর্তৃক সোসাইটি হিসাবে নিবন্ধিত হয় বরিষ্ঠ চিকিৎসক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব ডা. এ. এ. মাজহারুল হক এবং রত্নগর্ভা নূরজাহান বেগম প্রতিষ্ঠিত ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. মাহফুজ পারভেজ পরিচালিত কিশোরগঞ্জের শিল্প, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সংস্থা ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’।

সমাজসেবা ও মানবিক সহায়তার পাশাপাশি ‘মাজহারুন-নূর  ফাউন্ডেশন’  বিভিন্ন ক্ষেত্রে কৃতবিদ কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্বের অবদানের স্বীকৃতি জানাতে ২০১৫ সাল থেকে সম্মাননা প্রদান ও সম্মাননা বক্তৃতার আয়োজন করে আসছে। এতে নিয়মিতভাবে সম্মাননা বক্তৃতা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. মাহফুজ পারভেজ।

প্রতিবছর একটি করে মোট ৮ম সম্মাননার আয়োজন সম্পন্ন করে ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’ সর্বমোট ১২জন কীর্তিমানকে সংবর্ধিত করেছে। যাদের মধ্যে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ, সংস্কৃতিজন রয়েছেন। ‘মাজহারুন-নূর  ফাউন্ডেশন সম্মাননা’ কিশোরগঞ্জের সামাজিক জীবনে ও সাংস্কৃতিক বিন্যাসে ইতিবাচক গতি সঞ্চার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি