1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৮ম মাজহারুন-নূর সম্মাননা ও বক্তৃতা ২৮ এপ্রিল - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

৮ম মাজহারুন-নূর সম্মাননা ও বক্তৃতা ২৮ এপ্রিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪০ Time View

প্রতিনিধি এনামুল হক :বরিষ্ঠ চিকিৎসক, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ.এ. মাজহারুল হক এবং রত্নগর্ভা নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের শিল্প, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সংস্থা ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন ৮ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০২২ প্রদান করবে কিশোরগঞ্জের তৃণমূল রাজনীতির জনপ্রিয় জননেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানকে, যিনি কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

আগামী ২৮ এপ্রিল শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়িস্থ ‘শাহ্ মাহ্তাব আলী কালচারাল কমপ্লেক্স’-এ আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান ও সম্মাননা বক্তৃতা অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়ন প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ সম্মাননা বক্তৃতা করবেন, যা কিশোরগঞ্জের জীবিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি জানাতে ও ঐতিহাসিক মূল্যায়ন করতে ২০১৫ সাল থেকে অব্যাহত রয়েছে।

৮ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০২২ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক লাইজু আক্তার। ফাউন্ডেশনের পক্ষে উত্তরীয় প্রদান করবেন রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সম্মাননা স্মারক প্রদান করবেন শিল্পোদ্যোক্তা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান।

আলোচনায় অংশ নেবেন নান্দনিক বক্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, পাঠ ও পাঠাগার আন্দোলনের অগ্রণীজন মু আ লতিফ, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফআরএসবি) কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র সাংবাদিক মিনহাজ শেহাব ফুয়াদ, রাজনীতিবিদ আবদুর রহমান রুমী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজন।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংস্কৃতিজন লুৎফুন্নেছা চিনু, সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয় করবেন সিনিয়র সাংবাদিক, কিশোরগঞ্জ নিউজ প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম এবং ধনবাদ জ্ঞাপন করবেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের উপদেষ্টা ও শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইস্কান্দার আলী স্বপন।

মাজহারুন-নূর ফাউন্ডেশন’ গতানুগতিক সম্মাননার বদলে ব্যক্তির কর্ম ও কীর্তির বিশ্লেষণমূলক-মূল্যায়নভিত্তিক সম্মাননা বক্তৃতার মাধ্যমে তার প্রকৃত স্বরূপ চিহ্নিত করে এবং এরই ভিত্তিতে জ্ঞাপন করা হয় যথাযথ সম্মান। সম্মাননা স্মারকের পাশাপাশি লিখিত আকারে বক্তৃতা-পুস্তিকায় চিত্রিত হন সম্মাননা প্রাপ্তগণ।

মাজহারুন-নূর ফাউন্ডেশন এই বুদ্ধিবৃত্তিক-একাডেমিক আবহে ধারাবাহিকভাবে সম্মাননা বক্তৃতার আয়োজন করে আসছে, যা কিশোরগঞ্জে তো বটেই, বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী। শুরু থেকে সম্মাননা বক্তৃতা প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী ড. মাহফুজ পারভেজ, যিনি কিশোরগঞ্জে পাবলিক লেকচার সিরিজের মাধ্যমে গণবুদ্ধিবৃত্তিক পরিসর তৈরির পথিকৃৎ।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা পান শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরী, ২০১৬ সালে দ্বিতীয় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা পান দীপ্তিমান শিক্ষকদম্পতি: অধ্যক্ষ মুহ. নূরুল ইসলাম ও বেগম খালেদা ইসলাম, ২০১৭ সালে তৃতীয় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা পান ‘প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী’ এবং ২০১৮ সালে চতুর্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা পান ‘ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র: শাহ্ মাহতাব আলী’।

২০১৯ সালে পঞ্চম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা দেয়া হয় ‘স্বাস্থ্যসেবা-শিক্ষায় পথিকৃৎ চিকিৎসক-দম্পতি’ প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান ও প্রফেসর ডা. সুফিয়া খাতুনকে।

৬ষ্ঠ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০২০ প্রদান করা হয় নাসিরউদ্দিন ফারুকী, ভূপেন্দ্র ভৌমিক দোলন ও শাহ আজিজুল হককে।

৭ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০২১ প্রদান করা হয় মু আ লতিফ, ঊষা দেবী ও আলীমুদ্দীন লাইব্রেরি’র মুহাম্মদ কামালুদ্দীনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি