1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
''প্রতিটি শিশু আল্লাহর বাগানের ফুল'' - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

”প্রতিটি শিশু আল্লাহর বাগানের ফুল”

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৭ Time View
প্রতিনিধি এনামুল হক :বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম
গাজীপুর; ৩০শে মার্চ ২০২৩: “সন্তান আল্লাহর বাগানের ফুল। পিতা-মাতাকে আমি সন্তানের মালিক মনে করি না। সন্তানের প্রকৃত মালিক স্রষ্টা। পিতামাতা হল সন্তানের শুধু মালি। সন্তান দেখভাল করার দায়িত্ব পিতামাতার।”
আজ(বৃহস্পতিবার) গাজীপুর জেলার সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকের সাথে এক মতবিনিময় সভায় সোসাইটির নবনির্বাচিত সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত উক্ত সভায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাচ্চাদের প্রতি সহানুভূতি দেখাতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, “শিশুদের সাথে সুন্দর আচরণ করা উচিত। আমাদের নিজের সন্তানের প্রতি যেমন অপার স্নেহ থাকে, অন্যের সন্তানের সাথে তারচেয়ে একটু হলেও বেশি স্নেহশীল আচরণ করা উচিত। শিশুদের প্রতি কঠোর আচরণ করা আমি একদমই পছন্দ করি না। এমনকি কোনো মা-ও যদি তার সন্তানের দিকে চোখ বড় করে তাকায় তাতেও আমি বিরক্ত হই।”
ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ইমপো অ্যাঞ্জেলস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অ্যাডভোকেট খন্দকার সোলায়মান বাবু। প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রথমেই সোসাইটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত ইকবাল সিদ্দিকী’র রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অভিভাবকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন জনাব আব্দুর রহমান। সোসাইটি পরিচালিত চারটি প্রতিষ্ঠানের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ফাহিমা আক্তার, জনাব নূর মোহাম্মদ মোল্যা, জনাব জেসমিন আক্তার এবং জনাব মারিয়াম হক।
অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে বঙ্গবীর বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর তিনি শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন ও তাদের সাথে মিলিত হন এবং গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদদের উদ্দেশ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের লেখা খোলা চিঠির মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ফারিহা জাহান, তামিরা মাহমুদ তাজিন এবং আসপিয়ার হাতে পুরস্কার তুলে দেন। এরপর তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ও সামান্য ইফতার কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি