প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল :“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৮ঃ০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮:৩০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ শারীরিক যোগ্যতা যাচাইয়ের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
সাধারণ, মুক্তিযোদ্ধা, পুলিশ পোষ্য, এতিম, আনসার/ভিডিপি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতায় প্রথম দিনের বাছাইকৃত মোট ৩,০০৫ জন পুরুষ ও ১৫৮ জন নারী প্রার্থীর মধ্যে নিয়োগ বোর্ডের সিদ্ধান্তমতে দ্বিতীয় দিনের শেষে চারটি ইভেন্ট যথা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প-এ এই সকল কোটার মোট ২০৫৩ জন পুরুষ ও ১৫১ জন নারী নিয়োগের যোগ্য মর্মে বিবেচিত হয়েছেন।
২য় দিন শেষে সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ
১ম দিনে প্রাথমিকভাবে নির্বাচিত- ৩,০০৫ জন
২য় দিনে মোট উপস্থিত- ২,৮৯৮ জন
মোট যোগ্য পুরুষ – ২,০৫৩ জন
মোট যোগ্য নারী – ১৫১ জন
আগামীকাল শারীরিক পরীক্ষার তৃতীয় ও শেষ দিনে তারা মোট তিনটি ইভেন্ট যথা দৌড়(পুরুষদের ১৬০০ মিটার ও নারীদের ১০০০ মিটার), রোপ ক্লাইম্বিং ও ড্র্যাগিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তৃতীয় দিন শেষে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত মর্মে নির্বাচিত হবেন।
Leave a Reply