
প্রতিনিধি রিমেল ফকির :বিপিএলের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। রংপুরকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী লিগ পর্বের টেবিল টপার মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার টিকিট পায় সিলেট। তবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে ফাইনালে ওঠা হয়নি মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের।
প্রথমটিতে ব্যর্থ হলেও আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনাল নিশ্চিতের ব্যাপারে আত্মবিশ্বাসী সিলেট। স্ট্রাইকার্সের সহকারী কোচ সৈয়দ রাসেল বলেন, ‘ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আশাবাদী। দুর্ভাগ্যবশত কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আগের ম্যাচের ভুলগুলো আমরা শুধরে নিতে পারবো।’
অন্যদিকে, এলিমিনেটরে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় রংপুরও।
দুই দলের সামনেই ফাইনালের হাতছানি। আসল ফাইনাল খেলার লক্ষ্যেই আজ ‘অঘোষিত ফাইনালে’ কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়।
© All rights reserved © 2022
Leave a Reply