
প্রতিনিধি বুলবুল মিয়া :কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এস.আর.ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এস.আর.ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এস.আর.ডি শামছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি প্রফেসর নূরুল আলম ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আহম্মদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু প্রমুখ।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ প্রেম, মানবিকতাবোধ সম্পন্ন সুনাগরিক হওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply