
প্রতিনিধি জহিরুল ইসলাম রতন :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা পৌর সভার ০৭ নং ওয়ার্ড গারুহাটা নদীর পারে অসহায় ও দরিদ্র মায়ারানী চৌহাংগ নিজ পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছে।এই বিষয়ে মায়ারানী জানায় যে আমার বিয়ের পর থেকে আমার স্বামীর কোন বসত বাড়ী না থাকায় নদীর পাড় সরকারী জায়গা থাকায় আমি আমার স্বামী ও ছোট সন্তানদের নিয়ে বসবাস করছি।
কিন্তু এলাকার কিছু প্রতাবশালী লোকজন এই জায়গা তাদের বলে দাবী করে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে।
এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার রবি মিয়া বলেন পরিবারটি খুব অসহায় তার ভিটা
মাটি বলে কিছু নেই আমার জানামতে যে নদীর পারে সরকারী জায়গায় বসবাস করছে। সে প্রকৃত ভূমীহীন। মাননীয় প্রধান মন্ত্রী একটি ঘর বরাদ্দ করে তাই আমি সরকার ও উপজেলা র্নিবাহী অফিসারকে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
এই বিষয়ে হোসেনপুর উপজেলা র্নিবাহী অফিসারের বরাবর একটি ঘর পাওয়ার জন্য লিখিত আবেদন দায়ের করেছে বলে জানা যায়।
© All rights reserved © 2022
Leave a Reply