প্রতিনিধি বুলবুল মিয়া :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ -১। এসময় তিনি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেন।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা আজ তাদের সংসদ সদস্যকে গ্রাম বাংলার ঐতিহ্যে ধান দূর্বাঘাসের সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়ে স্বাগত জানান।
আশ্রয়নের বাসিন্দারা মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের ঘর ও জমি দেয়ায় এমপি মহোদয়ের কাছে তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী কাছে পৌছে দেয়ার অনুরোধ করেন। তাছাড়া মাননীয় সংসদ প্রকল্পের বাসিন্দাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
এসময় মাননীয় এমপি মহোদয় প্রকল্পের প্রতিটি ঘর ঘুরে দেখেন এবং পরিবারগুলোর খোজ খবর নিয়েছে। প্রতিটি পরিবারকে বিভিন্ন সহায়তা বিশেষ করে তাদের বিভিন্ন ট্রেনিং সহ কৃষি কাজে সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছেন। আশ্রয়ন প্রকল্পে উপজেলা সমবায় অফিসের মাধ্যমে চরজিনারী সমবায় সমিতির নিবন্ধন দেয়া হয়েছে যার সনদ মাননীয় সংসদ সমিতির সভাপতি ও সেক্রেটারির হাতে তুলে দেন। এখন থেকে সমবায় সমিতির কার্যক্রম চলমান থাকবে। প্রকল্পবাসীর জীবন মান উন্নয়নের সকল সংস্থাকে কাজ করার নির্দেশনা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য।
Leave a Reply