1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলী ৭৫ উদযাপন - dailyjanatarshakti
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলী ৭৫ উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭০ Time View

প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য আর গৌরবের ৭৫ বছর অতিবাহিত হওয়ায় প্লাটিনাম জুবিলী ২০২২ পালিত হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার তাড়াইল উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্লাটিনাম জুবিলী পালন করা হয়। সকাল ৮টা থেকে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন পোশাকে স্লোগানে স্লোগানে জুবিলী মিছিলে অংশগ্রহণ করে। ৯৪ ব্যাচ হাতির রথে লুঙ্গি, গেঞ্জি, গামছা পড়ে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উক্ত ৭৫ বছর ফুর্তির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের আহবায়ক মোঃ আবদুর রহমান স্যার। বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল কাসেম সালতুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – ৩ আসনের (তাড়াইল-করিমগঞ্জ) এর এমপি জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। তিনি পায়রা ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন- ডিআইজি মাইনুল হাসান রুমেল, সাবেক অতিরিক্ত সচিব রোকসানা কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন, বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবীর খান (রবিন খান) ডাঃ মমিনুল হক মমিন, সারোয়ার হোসেন লিটন, এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন, আফরোজ আলম ঝিনুক, শরীফুল মাহমুদ শোয়েভ, এডভোকেট মাহমুদুল হাসান মাসুম প্রমুখ। নানান রঙের আয়োজনে তাড়াইল যেন নবরুপে সেজেছিল কাল। ভালোলাগা ভালোবাসার এই প্রানের বিদ্যালয়ের টানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল । প্রতিটি ব্যাচের আলাদা আলাদা প্রেজেন্টেশান, আবেগ উচ্ছ্বাস আর ভ্রাতৃত্বের বন্ধন যেন অনুষ্ঠানটি স্বর্গপুরীতে রুপান্তরিত হয়েছিল। দীর্ঘ দিনের জমাট বাধা ভালোলাগা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে এইদিনে। মনের ব্যাকুলতা আর আকুলতার সংমিশ্রনে দিনটি হয়ে উঠেছিল তাৎপর্যময়। এ যেন এক নতুন তাড়াইল দেখতে পেয়েছে এই বিদ্যালয় প্রেমী ও তাড়াইল বাসিরা। এরকম জমকালো ব্যয়বহুল আয়োজন এর আগে তাড়াইলে কোন অনুষ্ঠান হয়নি বলে সকলের ধারণা। অনেকেই মনে করেন খান ব্রদার্স গ্রুপের কারণেই তা সম্ভব হয়েছে।

পরিসমাপ্তিতে বলা যায় “বিদ্যালয় মোদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়” এমন একটি সুন্দর ছন্দময় গানের কথা যেন আজ পূর্নতা লাভ করেছে। সভ্যতার সাথে প্রানোচ্ছাসের সংস্কৃতি যেন মিলেমিশে একাকার। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের শেষে সন্ধ্যায় গান গেয়ে মাতিয়েছে বর্তমান যুগের জনপ্রিয় ক্লোজআপ ওয়ানের শ্রেষ্ঠ তারকা সালমা, আশিক, জনপ্রিয় ব্যান্ড আর্ক এর পপ তারকা হাসান, লিজা, সুমি শবনব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি