
প্রতিনিধি জোবায়ের বয়ান :আজকে ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে দুনিয়া কাপানো ফুটবল বিশ্বকাপের। এবার বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণ করবেন ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং ফ্রান্স।
জয়ের জন্য মরিয়া দু’ দেশই তবে এবার বিশ্বকাপই হবে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। যার বা পায়ের জাদুতে বিশ্বজুড়ে এমন ভক্ত-সমর্থক বানিয়ে রেখেছেন, যার ফলে খোদ ফ্রান্সেও নাকি অনেকে চাইছেন মেসির হাতেই বিশ্বকাপটা উঠুক।
ফাইনালটা ফ্রান্স বনাম বাকি বিশ্বের হয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্নে ফরাসি কোচ দিদিয়ের দেশম বললেন, শুধু বাকি বিশ্ব কেন, সম্ভবত ফ্রান্সেরও অনেক মানুষ চায় মেসি বিশ্বকাপ জিতুক।
দেশম বলেন, আমি জানি আর্জেন্টিনা এবং বিশ্বের অনেক মানুষ, এমনকি ফ্রান্সেরও কিছু মানুষ চায় লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক। তবে আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা সবকিছু করব।
ফাইনালের আগে ফ্রান্স শিবিরকে ঘিরে ধরেছে ভাইরাস। ফ্লু’তে আক্রান্ত হয়েছেন কয়েকজন ফুটবলার। এর মধ্যে আবার মেসির প্রতি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সমর্থন। ফ্রান্স কি চাপে থাকবে?
দ্বিতীয়বারের মতো ফ্রান্সকে শিরোপাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসা দেশম অবশ্য এসব ভাবনার ধার ধারতে নারাজ। তিনি বলেন, আমার আসলে এমন অনুভূতি হয় খুব কমই। একা থাকতে (কম সমর্থক নিয়ে) আমার খারাপ লাগে না। আমি এসব নিয়ে চিন্তা করি না।
ফরাসি কোচ যোগ করেন, ম্যাচ নিয়ে আমার নির্দিষ্ট কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যখন আপনি এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন, তখন মনোযোগটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা। খবর মিরর।
© All rights reserved © 2022
Leave a Reply