প্রতিনিধি বুলবুল মিয়া :উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হোসেনপুর উপজেলায় আজ আমার কর্মকাল দুই বছর পূর্ণ হলো।জনসেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। সহযোগিতা পেয়েছি সকলের। কতটুকু সফল হয়েছি জানা নেই। তবে আন্তরিকতার অভাব ছিল না।যদিও উপজেলার সর্বস্তরের মানুষের উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রত্যাশা অনেক। যা অনেকক্ষেত্রেই আমার এখতিয়ার বহির্ভূত। আবার মানুষের দাবী/ চাহিদা ছিল আমার কাছে অনেক। চাহিদার বিপরীতে সহায়তা করার সামর্থ্যও অপ্রতুল। ফলে অনেক অনেক ব্যর্থতার ব্যাখ্যা থাকলেও ব্যর্থতার দায়ভার নিতেই হবে। তবুও দিন শেষে চিন্তা করি আমি অভাব/ সমস্যা জেনেছি, সহায়তার/ সমাধানের চেষ্টা করেছি কখনো সফল, কখনো ব্যর্থ হয়েছি তবুও সকলের ভালবাসা ও দোয়া নিয়ে পথ চলেছি।সকল কিছুর জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা।জনসেবায় জনবান্ধব প্রশাসনপাশে ছিল, পাশে থাকবে উপজেলা প্রশাসন।© All rights reserved © 2022
Leave a Reply