আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রতিনিধি সাদেক মিয়া: কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও কালি নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার দায়ে ১০ জন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতবৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।এই বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে ও নৌ পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ উপজেলার মানিকদী, মেন্দিপুর, লুন্দিয়া, খলাপাড়া-ইত্যাদি এলাকায় অভিযান চালায়।অভিযানে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক হয়।এ সময় নদীতে মাছ শিকাররত অবস্থায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলেদের কাছে থাকা আড়াই কেজি জাটকা জব্দ করা হয়।পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ভূমি অফিস মাঠে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান এই নিষিদ্ধ সময়ে যারাই আইন ভঙ্গ করবেন, তারাই শাস্তির মুখোমুখি হবেন।এ ছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category