প্রতিনিধি বাছির ইসলা অনিক: (৩০ জানুয়ারী) শনিবার পৌরসভার স্থগিত হওয়া একটি কেন্দ্রেরপুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এক কেন্দ্রের ১৮৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করেন পৌর পিতাকে। স্থগিতকৃত ভোটকেন্দ্রটি ছিল ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্র। গত ১৬ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মাত্র একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনায় দুপুরের আগেই ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এতে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। স্থগিত কেন্দ্রটি বাদে ২৭টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি প্রাথমিক ফলাফলে ৪৮৪ ভোটে মেয়র পদে এগিয়ে ছিলেন স্থগিত কেন্দ্রে আরো ৯০২ ভোট পান ফলে ৮৭০ ভোটে জয়লাভ করেন। আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী ইসরাইল মিঞা ধানের শীষ প্রতীক স্থগিত কেন্দ্রে ৫১৬ ভোট পেয়েছেন।
Leave a Reply