আজ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২১.০৮.২০খ্রিঃ নিকলী উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, সরকারি গাড়ী ভাঙচুর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি রিমেল. কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনির উপর অতর্কিত সন্ত্রাসী হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং তার উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শক্রবার (২১ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় তিনি বলেন, গত ২৪ মার্চ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে নির্বাচনে পরাজিত প্রার্থী কারার সাইফুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জনকল্যান মূলক কাজে বাঁধা প্রদান ও বিরোধিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদের মাসিক সভায় যোগদানের উদ্দেশ্যে তিনি সরকারি গাড়ি দিয়ে যাওয়ার পথে জেলা পরিষদ অডিটরিয়মের সামনে পথ আটকে উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম ও তার ভাতিজা সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়া তুলিপের নির্দেশে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী তাকে সহ তার সাথে থাকা অন্যদের মারধর ও সরকারি গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়। পরে ওই দিন বিকেলে তাদের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর প্রতিপক্ষ চেয়ারম্যান জনির বিরুদ্ধে একটি কাউন্টার মিথ্যা মামলা দায়ের করেছে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন। তিনি আরো বলেন, পুলিশ একজন আসামী ধরলেও বাকী আসামী ধরতে এখনো নিরব ভূমিকা পালন করছে। সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে গাড়ি ভাংচুরের ঘটনাটি উল্টো আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করায়। তার তীব্র প্রতিবাদ জানান তিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার উপর মিথ্যা মামলা প্রত্যাহার সহ আসামীদের গ্রেপ্তার করে তাদেও বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতাকর্মী ও প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category