আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুর হাসপাতালে যক্ষা-কাশির ওষুধ নিতে গিয়ে শ্রমজীবী নারী লাঞ্চিত, এলাকাবাসীর মধ্যে উত্তেজনা

প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা-কাশির ওষুধ আনতে গিয়ে এক শ্রমজীবী নারী ওই হাসপাতালের যক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মীর  হাতে লাঞ্চিত ও নিগৃহীত হয়েছেন।

যক্ষা-কাশীর কথা শুনে ওই স্বাস্থ্য কর্মী ওষুধ ও চিকিৎসা না দিয়ে চিকিৎসা প্রত্যাশী শ্রমজীবী নারীর সঙ্গে এ বর্বরোচিত আচরণ করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  

আজ শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।    

জানা গেছে, উপজেলার পুমদী ইউনিয়নের গার্মেন্টস শ্রমিক কাঞ্চন মিয়ার স্ত্রী অনুফা বেগম (২৭) আজ শনিবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা নিয়ন্ত্রণ বিভাগে চিকিৎসা ও ওষুধের জন্য যান।

এ সময় যক্ষা-কাশির কথা শুনে উত্তেজিত হয়ে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী মুসলেমা আক্তার  তাকে ওষুধ না দিয়ে ঘাড়ধাক্কা দিয়ে এবং কাঁচি দিয়ে আঘাত করে কক্ষ থেকে বের করে দেন।  

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।   

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাছিরুজ্জামান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করেছিলো।    

এ ব্যাপারে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাছিরুজ্জামান সাতকাহনকে বলেন, তিনি এজন্য দুঃখ প্রকাশ করে ওই নারীকে চিকিৎসা এবং ওষুধ দিয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category