প্রতিনিধি জনতার ডেক্স: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ভূমি অফিসে গ্রহকদের ভিবিন্ন ভাবে হয়রানী করে আসেছে। জানা যায় গোবিন্দপুর ইউনিয়নের ভূমি অফিস হতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কিশোরগঞ্জে মোকদ্দমা নং-৩৭৩/২০২০ এর ভূমির দখল বিষয়ে সরেজমিনে অনুসন্ধানকালে উপস্থিতি রির্পোট হোসেনপুর উপজেলা ভূমি অফিসে উক্ত কাগজটি খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি । উক্ত বিষয়টি সম্পর্কে জানাযায় অফিসে মোটা অংঙ্কের টাকা বিনিময়ে কাগজটি জব্ব করে রাখে হোসেনপুর ভূমি অফিসে। উক্ত বিষয়টি জন্য হোসেনপুর উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভূক্তভোগি এনামুল হক বলেন যে, আমার নামে একটি মিথ্যা মামলা করেন এবং সাত দ্বারা একটি মামলা করেন। আমার কাগজপত্র সঠিক থাকায় সাত শতাংশ জমি কারিজ করা হয়।
Leave a Reply