আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুর ভূমি অফিসে হয়রানির শিকার

জনতার ডেক্স: কিশোরগঞ্জ মানবধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি সাধারণ সম্পাদক এস কে শাহিন নবাব ভূক্ত ভোগি পরিবার হোসেনপুর উপজেলা মাধখলা গ্রামের সমির উদ্দিনের ছেলে এনামুল মাধখলা মৌজার ১৪৯৬ খতিয়ানে ৩৪৫৩ দাগের বসত বাড়ি ৭ শতাংশ জমি খারিজ করেন। এবেপারে হোসেনপুর ভূমি অফিসে উক্ত দলিলের প্রেক্ষিতে হোসেনপুর উপজেলা ভূমি সহকারী কমিশনার আবুবকর সরকারকে বিষয়টি জানানো হয়  ।ভূক্ত ভোগি এনামুল হককে অকর্থ ভাষায় গালমন্দ করেন অফিস সহকারি কামরুল হাসান রুবেল গোবিন্দপুর ভূমি অফিসের প্রতিবেদন রির্পোটি র্কোটে প্রেরণ না করে অফিসে গায়েব করেব দেন। উক্ত বিষয়টি হোসেনপুর উপজেলা নির্বাহিী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।  মানুষ বুঝে গেছে মহামারীর সঙ্গে লাড়াই করে বাঁচতে হবে জীবনের সঙ্গে চলবে জীবিকার লড়াই এ লড়াইতে ও তৈরি হচ্ছে নানা মুখী জীঠিলতা সে জঠিলতায় তিনজন দায়িত্ববাদ মানুষকে রাজ পথে ক্ষমতার দম্ভ করতে দেখলাম কার কত ক্ষমতা সবাই নিজেরটার জানান দিচ্ছিলেন সবার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সবাই সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান হওয়া অবশ্যই গর্বের বিষয় এনিয়ে কারও কারও ট্রেল করাটা বাজে মনে হয়েছে। আবার সেই তিন কর্মকর্তা ও এ ভাবে চিৎকার না করেও পারতেন ।মানুষের সামনে সম্মানিত অবস্থানে থেকে নিজেদের এভাবে ছোট কেন করবেন। সম্মান ও মর্যাদা কাজের উপর নির্ভরশীল অন্য কোনো ভাবে নয় এ আমলে অনেকে আকারনে নিজেদের জাহির করেন বিশেষ করে ২০১৯সালের ভোটের পর এ প্রক্রিয়ার বেশি দেখছি। এ ধরনের কার্যক্রম গ্রহণ যোগ্য নয় ক্ষমতা দুই দিনের মহামারী জানিয়ে দিয়েছে দুনিয়াটা আসলেই ক্ষণস্থায়ী । ক্ষমতার বড়াই করেন কী হবে পেশাগত জীবনে অনেক মন্ত্রী এমপি দাপুটে সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতাধর আমলা কামলা দেখেছি। ক্ষমতায় থাকা কালে কথা বলতে পানে না অহংকারে ক্ষমতা শেষ হয়ে বিড়ালের মতো চুপসে যান কথাও বলেন চোরা চোরা চোখে।

চলমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category