আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুর পৌরসভার আওয়ামীলীগ মনোনীত দ্বিতীয়বারের মত মেয়র

প্রতিনিধি নুরুজ্জামান: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন বিজয়ী হয়েছেন।

কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে তিনি ৩ হাজার ৬৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাচু (নারিকেল গাছ) কে পরাজিত করেছেন।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল কাইয়ুম খোকন (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৫১৭ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাছু (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট।

অন্যদিকে বিএনপি প্রার্থী সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আছাদুজ্জামান (হাতপাখা) পেয়েছেন ৭৮৭ ভোট।

হোসেনপুর পৌরসভা নির্বাচনে আবার দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় হোসেনপুর পৌরবাসির পক্ষ থেকে বিভিন্ন ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাবেক সফল মেয়র ও বর্তমান নির্বাচিত মেয়ের আব্দুল কাইয়ুম খোকন কে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category