কিশোরগঞ্জর প্রতিনিধি আবুবক্কর সাব্বির: রাজু আহমেদ, হোসেনপুর ঃ কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বালিয়ারচর গ্রামে সোলায়মান(২২) নামের এক যুবক ঢাকা সাভারে বালু উত্তোলনের কাজের সময় ঝড়ের মুখে পড়ে ও আকাশে বিদ্যুৎ( ঠাঢায় পরে) তার মৃত্যু হয়।
তিনি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর গ্রামের মোঃ ইব্রাহিম মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবারের কাছ থেকে জানা যায়, মোহাম্মদ সোলায়মান পারিবারিকভাবে বিবাহিত তার স্ত্রী বর্তমানে তিনমাসের অন্তঃসত্ত্বা এক বছর আগে তাঁকে বিবাহ করানো হয়। মৃত সোলায়মান অত্যন্ত কর্মঠ একজন ছেলে ছিল সে অনেক ধরনের কাজ জানতো। কখনো ইলেকট্রিশিয়ান কখনো মাটিকাটা ট্রাক্টর ড্রাইভার এবং কৃষি কাজ করতো। এলাকায় এখন তেমন কোন কাজ না থাকায় কাজের উদ্দেশ্যে ১০/১২ দিন আগে তিনি ঢাকা সাভারে যান সেখানে বালু উত্তোলনের মেশিনের কাজ নেন বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঝড় বৃষ্টির কবলে পড়ে তার মৃত্যু হয় পরে অ্যাম্বুলেন্স যুগে মৃতদেহটি গ্রামের বাড়িতে রাত ৮.৩০মিনিটে আনা হয়।
রাত ১০.৩০ মিনিটে তার জানাজার নামাজ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply