বিশেষ প্রতিনিধি আমান উল্লাহ /ক্যামেরায় ছিলেন জুবায়ের বয়ান : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটারিয়ানি হাসপাতাল এর উদ্দ্যোগে ২নং সিদলা ইউনিয়নে ধূলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিআইজি ও নন সিআইজি খামারীদের সমাবেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: এনামুল হক, প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তা, মোঃ রুহুল আমিন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। তখন ডাঃ মোঃ আব্দুল মান্নান বলেন যে গরু মোটা তাজা বিষয়ে খামারীদের এখন থেকে কাজ শুরু করতে হবে। সময় মতো গরুকে খাবারের পাশাপাশি ওষধ বা ভিটামিন দিতে হবে।
আরও ছিলেন ২নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, ধূলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল আলম, সিদলা ইউনিয়নের যুবলীগ আহ্বায়ক মোঃ আঃ রহমান বাদল, হোসেনপুর সাংবাদিক ক্যালণ পরিষদের সাংবাদিক আমান উল্লাহ ও খামারী বৃন্দ।
Leave a Reply