প্রতিনিধি নুরুজ্জামান: কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় সরকারি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হোসেনপুর উপজেলায় প্রায় দশ হাজার হতদরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন কার্ডের( বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতা) মাধ্যমে অর্থ সহায়তা দিচ্ছে। ভোগান্তি,প্রতারনা কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে এই ভাতার অর্থ মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ভাতা ভোগীরা তাদের নিজ নিজ ইউনিয়ন থেকে পেয়ে থাকেন।
তবুও থেমে নেই প্রতারনা। ফেসবুক ম্যাসেঞ্জারে অভিযোগ পেয়ে আজ প্রতারিত ভাতা ভোগীদের হাতে উদ্ধার করা অর্থ তুলে দেয়া হয়। বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভাতা ভোগীদের সতর্ক হওয়ার আহবান জানাচ্ছি। এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে মেশিনে হাতের ছাপ দেয়ার পর ভাতার টাকা ও ভাতা কার্ড বা বইটি নিজ দায়িত্বে বুঝে নিবেন। যে কোন সমস্যা হলে বা ছাপ দেয়ার পর টাকা না পেলে উপজেলা সমাজসেবা অফিসকে জানানোর অনুরোধ করা হলো। কেউ প্রতারিত হলে বা প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সুনির্দিষ্ট তথ্যসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করুন।
Leave a Reply