প্রতিনিধি আনানোয়ার হোসেন নান্নু : কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ২ নং সিদলা ইউনিয় পরিষদ নির্বাচনে হোসেনপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃতি সন্তান ও সমাজ সেবক এ আই খান শিবলু ২ নং সিদলা ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমথ্যন প্রার্থী হিসেব দলীয় তৃণমূল নেতা কর্মীদের নিয়ে বিরামহীন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন । দলের সম্ভাবনা নেতা কর্মীদের নিয়ে দানের শীষের দোয়া চেয়ে গণসংযোগকালে ২নং সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণমানুষের কাছে দোয়া চাই। তিনি বলেন যেখানে যাচ্ছেন সর্বস্তরে ভোটারদের শতস্পুর্ত সমথ্যন পাচ্ছেন। ভোটারা দূর্নীর বিরোদ্ধে দল মত নির্বশেষে সমথ্যন জানাচ্ছেন।
Leave a Reply