স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব আব্দুল করিম সিদ্দিকীর মহতী উদ্যোগে তিনটি গ্রামের ১৫০ পরিবার পেল খাদ্য সহায়তা।করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় অদ্য ১৩ ই মে ২০২০ রোজ বুধবার উপজেলার সিদলা ইউনিয়নের মানুষ পরিবার পরিজন নিয়ে খাদ্যসংকটে দিনানিপাত করার কারণে আলহাজ্ব করিম সিদ্দিকী ব্যক্তিগত অর্থায়নে নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইতিপূর্বে আলহাজ্ব করিম সিদ্দিকীর উদ্যোগে ৫৫০ টি পরিবার পেয়েছিল খাদ্যসহায়তা। আলহাজ্ব করিম সিদ্দিকী সৌদি প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী, কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) এর সভাপতি। হোসেনপুর উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ্ব করিম সিদ্দিকী প্রতিবেদককে জানান করোনা ভাইরাস পরিস্থিতি যতদিন পর্যন্ত অস্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ইউনিয়নের মানুষের পাশে খাদ্যসহায়তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনারা সকলেই ঘরে থাকবেন, আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নেব, নিজে ঘরে থাকুন,সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখতে সহযোগিতা করুন,দেশ ও জাতির কল্যাণে সকলেই সকলের সহযোগিতা করুন। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) সাধারণ সম্পাদক সাংবাদিক এস কে শাহীন নবাব, সিদলা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply