মো:নুরুল আলম : কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকালে কুড়িঘাট স্মৃতিসৌধ প্রাঙ্গনে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন, শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান, নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ডিসপ্লে ও কুচকাওয়াজে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা করামান্ডার আব্দুস সালাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা,উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন দুলাল শ্রমীকলীগের সাধারণ-সম্পাদক মাহবুব আলম প্রমুখ। জনপ্রতিনিধি, সাংবাদিক, গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হোসেনপুর উপজেলার দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
Leave a Reply