এস কে শাহীন নবাব : কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা সিদলা ইউনিয়নের রিক্সা চালক মো:সোহেল মিয়া
নামে এক ব্যক্তি স্থানীয় একটি মামলার সাক্ষী হওয়ায় আসামীদের হুমকিতে এখন ঘর ছাড়া।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন সোহেল মিয়া।মামলার ২নং সাক্ষীর নাম দেওয়া হয় মো:সোহেল মিয়াকে ।মামলার সাক্ষী হওয়ার পর থেকে আসামী পক্ষ মো: সোহেল মিয়া সহ তার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে।
এলাকাবাসীসহ সিদলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলু হক মেম্বার জানান, আসামীরা এলাকায় নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত।
আসামীদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-২৮২৯ মামলা করা রয়েছে গত ২২-০১-২০১৯। মামলার সাক্ষী হওয়ায় মো:সোহেল মিয়াকে নানাভাবে হুমকি প্রদান করছে আসামী পক্ষ।আসামীরা হলো ওমেদ আলী,আনোয়ার,শশি আক্তার,আফাজ প্রমুখ।
Leave a Reply