আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে ভ্রাম্যমান আদালতে অফিস সহকারীকে জরিমানা

আফজালুর রহমান উজ্জ্বল : কিশোরগঞ্জের হোসেনপুরে টাকার বিনিময়ে মূল নম্বরপত্র বিতরন করার অভিযোগে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলের এক অফিস সহকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এবং ওই শিক্ষার্থীর টাকা ফেরত দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শেখ মহি উদ্দিন এ সাজা প্রধান করেন।এসময় তিনি সরকারি দপ্তরে রশিদ ব্যতীত কোনো টাকা না লেনদেন না করার পরামর্শ দেন।জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজানুর রহমান নামে এক শিক্ষার্থীর কাছ থেকে টাকার বিনিময়ে মূল নম্বরপত্র দেয়ার বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনের নজরে আসলে দুপুরেই ওই অফিস সহকারীকে এ দন্ড দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category