প্রতিনিধি নুরুজ্জামান: কিশোরগঞ্জের হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীসহ ৮ জনকে মোট ১৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় লাইসেন্সবিহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে বিস্ফোরক আইন ১৮৮৪ অনুযায়ী ৪টি দোকানকে মোট ১২ হাজার টাকা এবং চালের মূল্য বৃদ্ধির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১টি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে মোট ৬শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নাহিদ সুলতানা ও হোসেনপুর থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, করোনাভাইরাস প্রতিরোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
Leave a Reply