আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

হোসেনপুর প্রতিনিধি : আনোয়ার হোসেন নান্নু, কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর উজান পাড়া গ্রামের সবজি ব্যবসায়ী হাসিমুদ্দিন (৩৫) পিতা-মৃত গিয়াস উদ্দিনকে ব্যবসার কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে জজ মিয়া (২৬) পিতা-মৃত দুলাল মিয়া গং ছিনতাইয়র উদ্দেশ্যে হাসিম উদ্দিনের পথ রোধ করে টাকা পয়সা যা আছে জজ মিয়াকে দিতে বলে দিতে অস্বীকৃতি জানায়।পরে জজ মিয়া হাসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রডের অস্ত্র দিয়ে হাসিম উদ্দিনের হাতে আঘাত করে এতে হাসিম উদ্দিনের ডান হাত রক্তাক্ত জখম হয়ে ভেঙে যায়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় জজ মিয়া পিতা মৃত দুলাল মিয়া একজন পেশাদার মাদকসেবী। চর বিশ্বনাথপুর গ্রামের কাজল মিয়া বলেন জজ মিয়া দিনে-দুপুরে মাদক সেবন করে কেউ কিছু বললে তার ওপর চড়াও হয়ে যায়। হাসপাতাল বেডে শুয়ে থাকা গুরুতর আহত হাসিবুদ্দিন বলেন নেশাখোর অযথা আমার উপর হামলা করেছে আমি এর বিচার চাই। আমি ব্যবসার কাজ শেষে আমান সরকার বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমার উপর হামলা চালায় জজ মিয়া, সিরাজ মিয়া, আসাদ মিয়া, আব্দুল কাইয়ুম, এরা সকলেই আমার সাথে ধস্তাধস্তি করে আমার জামা কাপড় ছিঁড়ে দশ হাজার টাকা নিয়ে যায়।এ ব্যাপারে আমার পরিবারের লোকজন মামলা করার প্রস্তুতি নিচ্ছে।হাসিমুদ্দিন কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন বিষয়টি আমি শুনেছি।কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি মাপসাস এর সাধারণ সম্পাদক এস.কে শাহীন নবাব ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category