জনতার শক্তি ডেস্ক:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা গ্রামের (বড়বাড়ির) মিরাজ উদ্দিনের অপ্রাপ্তবয়স্ক ১৬ বছরের রাহিমা নামের কিশোরীকে বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক প্রতিবেশী মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোঃ আবু বাক্কার (৩০)। ধর্ষক আবুবাক্কার একজন বিবাহিত ব্যক্তি তার স্ত্রী ও সন্তান রয়েছে। বাড়ির লোকজনের গতিবিধি ফাঁকি দিয়ে দিনের পর দিন ও রাতের আধারে বিয়ের আশ্বাসে ধর্ষণের ফলে ১৬ বছরের কিশোরী রাহিমা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ফলে। আবুবাক্কার কে জানানো হলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত ৯ ই মে ২০২০ ইং তারিখে ভিকটিম রাহিমা একটি কন্যা সন্তান জন্ম দেন। রাহিমা ও তার পরিবার কন্যা সন্তানের পিতৃত্বের দাবি ও তাকে স্ত্রীর মর্যাদা দিতে বারবার আবুবাককার ও পরিবারের লোকজনদের কাকুতি-মিনতি করেও স্ত্রী ও সন্তানের পরিচয় পাচ্ছে না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরও ভুক্তভোগী পরিবারটি কোনো সমাধান না পেয়ে। ভুক্তভোগী রাহিমার পিতা মিরাজ উদ্দিন জালান আমার মেয়ের সাথে ঘটে যাওয়া পাশবিক বিষয়ের কোন বিচার এলাকায় পেলাম না। তিনি আরো বলেন আমি আইনের আশ্রয় নিয়ে মামলা করব। ভিকটিম রাহিমা জানান আবু বাক্কার আমাকে স্ত্রীর মর্যাদা ও আমার সন্তানের স্বীকৃতি দিতে বারবার অস্বীকৃতি জানাচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
Leave a Reply