হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১১০ নং রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ত্রুটিপূর্ণ দুর্বল কাজ করার ফলে ফাটল ধরেছে। সরেজমিনে গিয়ে জানা যায় ও দেখা যায় বিদ্যালয় ভবনটির নির্মাণ কাজ চলিতেছে। ঠিকাদার চয়ন মিয়ার সাব কন্টাকটার সহ নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয় ভবনটির পিলারসহ নিচু অংশের কিছু কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যালয়টি উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে অবস্থিত উপজেলা শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী ১১০ নং রামেশ্বর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ছন্দু খা জানান ঠিকাদারের লোকজন ইটের খোয়া পাথর সিমেন্ট বালু কম দেওয়ার ফলে দুর্বল কাজ হয়েছে তাই ফাটল ধরেছে। টিকাদারের লোকজন ফেটে যাওয়া অংশ মাটি দিয়ে ভরাট করে ফেলতে চাইলে আমি বাধা প্রদান করি। ঠিকাদার চয়ন মিয়ার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি সিডিউল মোতাবেক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করে যাচ্ছি। নির্মাণ কাজের শুরুতেই কেন ফাটল ধরেছে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার চয়ন মিয়া বলেন বিদ্যালয়ের সভাপতি মাটি ভরাট করার কারণে চাপে ফেটে গিয়েছে। হোসেনপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শাখার শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান বিদ্যালয় ভবন নির্মাণে এ ধরনের ত্রুটিপূর্ণ কাজ শিক্ষা অধিদপ্তরে গ্রহণ যোগ্য হবে না।
Leave a Reply