আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে প্রভাত ফেরি পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা

প্রতিনিধি: আফজালুর রহমান উজ্জল, হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, কৃষক শ্রমিক জনতালীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিজিটাল প্রেসক্লাব, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরি শেষে দিবসের তাৎপর্য নিয়ে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু  মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, সিদলা ইউনিয়নের চেয়ারম্যান এম,এ সিরাজ উদ্দিন, কৃষকলীক সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও হোসেনপুর ডিজিটাল প্রেসক্লাব সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক এস.কে শাহীন নবাব, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category