প্রতিনিধি মনিরুজ্জামান : কিশোরগঞ্জের হোসেনপুরে সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী পুরাতন ব্রহ্মপুত্র নদ পুন:খননের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সাহেবের চর গ্রামে ব্রহ্মপুত্র নদ পড়ে এ কর্মসূচি পালিত হয়। সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিনের নেতৃত্বে শতশত এলাকাবাসী ব্রহ্মপুত্র নদ পড়ে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে সঠিক স্থানে সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী পুরাতন ব্রহ্মপুত্র নদ পুন:খননের দাবী করেন। এ সময় এলাকাবাসীর পাশে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশনেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ আবুল হোসেন, সিদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, ক্লিনিক ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ আহাদুল ইসলাম, প্রমূখ।সূত্রমতে : সারা দেশের ন্যায় ব্রহ্মপুত্র নদ পুন:খনন একটি প্রকল্প অনুমোদিত হয়। উক্ত প্রকল্পের অংশ হিসেবে বিআইডব্লিউটিএ’র কতৃপক্ষ ব্রহ্মপুত্র নদ খনন কাজ শুরু করার লক্ষে ইতিমধ্যে সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী পুরাতন ব্রহ্মপুত্র নদ বাদ দিয়ে বর্র্র্র্তমান অবস্থায় নদের সীমানা নির্ধারণ কাজ শুরু করেন।এতে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।জানাযায়, দীর্ঘদিন ধরে অব্যহত ভাঙনে ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হওয়া শতশত কৃষকের ফসলি জমি ও শতাধিক বাড়ি ঘরের জায়গায় ব্রহ্মপুত্র নদের বর্র্র্র্তমান অবস্থায়। নদী পাড়ের বহু পরিবার সহায়-সম্বল হারিয়ে এখন নিঃস্ব। ব্রহ্মপুত্র নদের অব্যহত ভাঙনে চরাঞ্চলে ভুমিহীনের সংখ্যা অনেক। নদী ভাঙনের কবলে পড়ে শতশত পরিবার এখন গৃহহীন।এসব পরিবারের অনেকেই জীবিকার তাগিদে শহরে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ অভাব অনটনে, রোগে ভোগে নিদারুন কষ্টে দিনাতিপাত করছেন। অসহায় লোকজনের আর্তি সরকার যেন সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী পুরাতন ব্রহ্মপুত্র নদ পুন:খনন করেন। পাশাপাশি নদী ভাঙনে নিঃস্ব পরিবার গুলোর পাশে দাড়ায় এবং তাদের পূনবাসনের ব্যবস্থা করেন।
Leave a Reply