আজ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হোসেনপুরে পাকা রাস্তা সংস্কারে অনিয়মের নিউজ প্রকাশ করায় সন্ত্রাসী বাচ্চুর হুমকির মুখে সাংবাদিক এস কে শাহিন নবাব

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা হইতে সুরাটি পর্যন্ত পাকা রাস্তা সংস্কারে অনিয়মের কারণে তিন সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। গত ২৩ জুন ২০২০ দৈনিক জনতার শক্তি অনলাইন পত্রিকা,পরবর্তীতে দৈনিক যুগান্তর পত্রিকা, যমুনা টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যম নিউজ প্রকাশ হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ এর ভাড়া করা সিদলা ইউনিয়নের হারেন্জা গ্রামের সন্ত্রাসী ও গুন্ডা শফিউদ্দিন সরকার বাচ্চু প্রতিনিয়ত সাংবাদিক এস কে শাহীন নবাব কে ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রকার ভয় ভীতি পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। সিদলা ও সূরাটি গ্রামের বাসিন্দাদের মতে ঠিকাদার রাস্তা সংস্কারের কাজটিতে চরম অনিয়ম করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনিয়মের বিষয়টি ভাইরাল হলে সাংবাদিকদের নজরে আসে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সরোজমিনে গিয়ে বাস্তবতার ভিত্তিতে নিজ নিজ গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশ হওয়ার পর পর দৈনিক জনতার শক্তি অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দৈনিক নওরোজ পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস কে শাহীন নবাব কে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসী সফিউদ্দিন সরকার বাচ্চু। সাংবাদিক এস কে শাহীন নবাব বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিক এস কে শাহিন নবাব বলেন রাস্তা সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের নিউজ প্রকাশ করা আমার জীবন আজ হুমকির সম্মুখীন সন্ত্রাসী সফিউদ্দিন সরকার বাচ্চু ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সকল গণমাধ্যমকর্মীদের কাছে আমার আমার উদাত্ত আহ্বান আমার জীবন আজ চরম নিরাপত্তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে সন্ত্রাসী বাচ্চু বাহিনীর কারণে। সত্য প্রকাশ করায় আমার জীবনের আজ নিরাপত্তা নেই। আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা বিচার চাই। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন ও শফিউদ্দিন সরকার বাচ্চুর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো মন্তব্য না করেই ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category