আনোয়ার হোসেন নান্নু , হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।সূত্র মোতাবেক জানা যায় যে ম্যানেজিং কমিটির সদস্য পদ নির্বাচনের লক্ষ্যে বিগত ইং ২২/০১/২০২০ তারিখে নির্বাচন কার্য্য সম্পন্ন হয়। সদস্য নির্বাচিত হওয়ার সাত কার্য দিবসের মধ্যে কমিটির প্রথম সভা আহব্বান করিতে হয়। ম্যানেজিং কমিটির ২ জন সদস্য কে না জানিয়ে তড়িঘড়ি করিয়া সভাপতি নির্বাচনের জন্য বিগত ২৮/০১/২০২০ তারিখে সম্পূর্ণ বেআইনি ভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রবিধান মালার নিয়ম নীতিকে উপেক্ষা করিয়া বেআইনী প্রক্রিয়ায় (লুৎফুর রহমান মানিকে) যিনি একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের কর্মরত ভাইস প্রিন্সিপালকে সভাপতি নির্বাচনের এক বেআইনি সিদ্ধান্ত গৃহীত হয়। যাহা সম্পূর্ণ বেআইনি অধিকার বহির্ভূত এবং নীতিমালার পরিপন্থী কেননা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন প্রবিধান মালার ৮ (৩) অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে উল্লেখ হইয়াছে যে কেবল মাত্র অবসর প্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাগণের মধ্য হইতে ম্যানেজিং কমিটির একজন সভাপতি নির্বাচিত হইবেন। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি লুৎফুর রহমান মানিক হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল। নবনির্বাচিত সভাপতি সরকারি কর্মকর্তা হওয়ায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির কার্যক্রম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ সহ অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ হোসেনপুর সহকারি জজ আদালত, কিশোরগঞ্জ মামলা দায়ের করেছেন ম্যানেজিং কমিটির সদস্য বাদী: ১। কামাল উদ্দিন (অভিভাবক সদস্য) পিতা মৃত: হাসিম উদ্দিন ২। সাইফুল ইসলাম (অভিভাবক সদস্য) মামলার বিবাদী: করা হয় ১। লুৎফুর রহমান মানিক (দাতা সদস্য) ভাইস প্রিন্সিপাল হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ২। আফাজুল রহমান খান প্রধান শিক্ষক (সদস্য সচিব) ৩। মাওলানা ফজলুর রহমান(অভিভাবক সদস্য) ৪। নুরুল ইসলাম (অভিভাবক সদস্য) ৫। কামরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি) ৬। কোহিনুর বেগম (শিক্ষক প্রতিনিধি) ৭।একরাম হোসেন (শিক্ষক প্রতিনিধি) গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ৮। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেনপুর কিশোরগঞ্জ ৯। জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরগঞ্জ ১০। পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ১১। নিবন্ধক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ১২। চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। ৩০ জানুয়ারি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বেআইনি প্রক্রিয়ায় করা হয়েছে অভিযোগ করে বিজ্ঞ হোসেনপুর সহকারি জজ আদালত কিশোরগঞ্জ মামলা দায়ের করা হয়। মোকদ্দমা নং ১৩/ ২০২০ সন অন্য। এ বিষয়ে মামলার বাদী কামাল উদ্দিন বলেন বেআইনি ম্যানেজিং কমিটির বিষয়ে আদালতে মামলা দায়ের করেছি আশাকরি ন্যায়বিচার পাব। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব আফাজূর রহমান খান বলেন বিধি মোতাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি নির্বাচিত করা হয়েছে। সভাপতি কেন্দ্রিক ইস্যুতে আদালতে মামলা হয়েছে আমি শুনেছি। বিজ্ঞ আদালত যে রায় দিবে বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে মেনে নিব। ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল লুৎফর রহমান মানিক বলেন আমি সরকারি কলেজের কর্মকর্তা সত্ত্বেও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে আইনি জটিলতা নেই। হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান মুঠোফোনে জানান মানিক সাহেব প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হিসেবে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে পারবেন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল জানান গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক সভাপতি নির্বাচিত করার বিষয়টি আমার জানা নাই। এবিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি। উল্লেখ্য লুৎফুর রহমান মানিক হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
Leave a Reply