হোসেনপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নোশামি ও আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল মিয়া।
বুধবার (৬ নভেম্বর) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করার সময় তাদের বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দায়ে এই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply