প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজিব
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তরুণী গণধর্ষণ মামলার ৪ নাম্বার আসামী সুমন মিয়াকে (২৭) গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন মিয়া (২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া (বিসিক সংলগ্ন) এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান জানান, হোসেনপুর উপজেলায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়। পরে এই ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা হয়। এই মামলার ৪ নাম্বার আসামী সুমন মিয়া। ঘটনার পর পরই সে পালিয়ে যায়। এবিষয়ে র্যাবের গোয়েন্দা নজরদারীতে অবস্থান নিশ্চিত হয়ে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সুমন মিয়াকে হোসেনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply